top of page
Search

অসিশপ্ত ও নেংটি ইঁদুর


না না , অসিশপ্ত নেংটি ইঁদুরে কাটছে না । অন্ততঃ এখনো না । ভবিষ্যতে কি হবে সে এখন ভেবে কাজ নেই, সে দুষ্টু লোকে যা বলছে বলুক । নেংটি ইঁদুরের প্রসঙ্গ টানলাম অন্য কারণে । অসিশপ্তের গল্পটা কেমন দাঁড়িয়েছে একটু মেপেজুপে দেখার জন্যে । মাপার কাজটা ওই নেংটি ইঁদুর দিয়েই করতে হবে কি না ।


না, না , , ঠাট্টা করছি না ।


নেংটি ইঁদুর । মানে বহুবচনে ইঞ্জিরীতে mice । অবশ্য জ্যান্ত mice নয় , Ender's Game খ্যাত প্রসিদ্ধ কল্পবিজ্ঞান সাহিত্যিক Orson Scott Card কাহিনীর যে চারটি উপাদান থাকা আবশ্যক বলে জানিয়েছেন, তাদের নামে আদ্যক্ষর নিয়ে তৈরি একটা শব্দ MICE । উপাদানগুলো হলো ,


  • (M)illeau : কাহিনির পটভূমি বা পরিবেশ বা জগৎ। সাধারণ ভাবে আমরা যাকে বলি ওয়ার্ল্ড বিল্ডিং ।

  • (I)dea : কাহিনির বিষয়বস্তু

  • (C)haracter : কাহিনির চরিত্র

  • (E)vent : কাহিনির ঘটনাবলী


এবার একটু সাহায্য চাই । অবশ্য যদি অসিশপ্ত পড়ে থাকেন । M, I, C, E এই চারটি বিভাগে যদি পাঁচ নম্বর করে থাকে, তাহলে অসিশপ্তকে প্রতিটি বিভাগে পাঁচে কত নম্বর করে দেবেন, একটু জানান দেখি । পি-লি-জ ।


দিয়েছেন নম্বর ? থ্যাঙ্কু ! থ্যাঙ্কু ! !!


24 views0 comments

Recent Posts

See All
bottom of page