কল্পবিশ্ব থেকে প্রকাশিত হয়েছে প্রখ্যাত লেখিকা যশোধরা রায়চৌধুরী রচিত কল্পবিজ্ঞান সংকলন অঙ্কিটের বুদবুদ।
বাংলা সাহিত্য জগতে যশোধরা রায়চৌধুরী কবি বলে সুপরিচিত হলেও পারিবারিক সমন্ধে তিনি বাংলা কল্পবিজ্ঞানের প্রথম উন্মেষের যুগের লেখক দিলীপ রায়চৌধুরীর কন্যা । সুতরাং কবিতার পাশাপাশি সাহিত্যের এই ধারাটিতেও তাঁর কলম যে উত্তরাধিকার সূত্রে
প্রাপ্ত এক অনায়াস নিপুণতায় অনবদ্য নানা সৃষ্টি ফুটিয়ে তুলতে সক্ষম সে কথা আর বলার অপেক্ষা রাখে না । এই সংকলনের কাহিনিগুলির রচনার মুন্সীয়ানাই তার সুস্পষ্ট প্রমাণ । বইয়ের ভূমিকায় লেখিকাও স্বয়ং জানিয়েছেন যে কবিতার পাশে তাঁর কলমে "কল্পবিজ্ঞান অস্বাভাবিক কিছু না, বরং খুবই প্রাঞ্জল, অর্গানিক ।"
বইটিতে আছে এগারোটি মৌলিক গল্প আর ছয়টি অনুবাদ । কয়েকটি লেখা আগে বিভিন্ন সময় নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হলেও, একত্রে সবকটি লেখা একত্রে দুই মলাটের মধ্যে পাওয়াটা একটা বড় প্রাপ্তি।
যশোধরা রায়চৌধুরীর মতো একজন সুপরিচিত কবির কলমে কল্পবিজ্ঞানের সংকলন, এ বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের জন্যে নিঃসন্দেহে একটি মাইলফলক হয়ে থাকবে ।
#কল্পবিজ্ঞানের_বই
Comments